• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২১, ০৯:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২১, ১০:৫৫ এএম

উত্তর প্রদেশেও বিজেপির ভরাডুবি

উত্তর প্রদেশেও বিজেপির ভরাডুবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর উত্তর প্রদেশের পঞ্চায়েত (জেলা পরিষদ) নির্বাচনেও সুবিধা করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। ৩০৫০টি আসনের মধ্যে ৯০০ আসনে জয় পেয়েছে বিজেপি জোট। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শীর্ষ বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে ৭৫ জেলার পঞ্চায়েত ভোটে ৩০৫০টি আসনের মধ্যে শরিক দল আপনা দলকে সঙ্গে নিয়ে মাত্র ৯০০-র বেশি আসনে জয় পায় গেরুয়া শিবির।

অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির জোট ১০০০ আসন, বিএসপি ৩১৫ এবং কংগ্রেস প্রায় ১২৫ আসনে জয় পেয়েছে। 

অন্যদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আসন রায়বরেলীতে ৫২ আসনের মধ্যে সমাজবাদী পার্টি ১৪, কংগ্রেস ১০ এবং বিজেপি ৯ আসনে জিতেছে। অন্যান্য আসনে জয় পেয়েছে স্বতন্ত্ররা।

রোববার উত্তর প্রদেশের ৭৫টি জেলায় তিন স্তরের পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়। আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে এই ভোটের ফল বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন