• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মে ৮, ২০২১, ০৯:৩৬ এএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২১, ১০:৫৬ এএম

ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ, আহত ১৮৬

ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ, আহত ১৮৬

ইসরায়েল অধিকৃত পশ্চিম জেরুজালেমের আল আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭৮ ফিলিস্তিনি আহত হয়েছেন। যার মধ্যে ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। অন্যদিকে ৮ ইসরায়েলি পুলিশও আহত হয়েছেন এ ঘটনায়। খবর আল-জাজিরা। 

শুক্রবার (৭ মে) এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আল-জাজিরা জানায়, জুমাতুল বিদা উপলক্ষে এদিন হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হন আল আকসা মসজিদে। এ সময় তারা মসজিদের বাইরে জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের বিরোধিতা করে বিক্ষোভ করতে থাকেন। 

বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও ফিলিস্তিনিদের গণগ্রেপ্তার শুরু করে। তারা মসজিদের ভেতরে ঢুকেও টিয়ার শেল নিক্ষেপ ও ধরপাকড় করে।