• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৮, ২০২১, ১০:৩১ এএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২১, ০২:৩৭ পিএম

বিশ্বে এক দিনে আরও ১৩ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে এক দিনে আরও ১৩ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন।

শনিবার (৮ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারস (করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট) থেকে এ তথ্য পাওয়া গেছে।

তাদের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় ১৫ কোটি ৬৪ লাখ ৭২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৩২ লাখ ৬৪ হাজার ৭২০ জন মারা গেছেন। শুক্রবার একই সময়ের তথ্য অনুযায়ী, আক্রান্ত ছিলেন ১৫ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৮৭১ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৩২ লাখ ৫১ হাজার ৪৩৪। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ৭৯৮ এবং মারা গেছেন ১৩ হাজার ২৮৬ জন।

যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত।