• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ০১:৩০ পিএম

কাবুলের স্কুলে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৫

কাবুলের স্কুলে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে  ৫৫

কাবুলের সাইয়েদুল শুহাদা স্কুলে শনিবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। হতাহতদের বেশির ভাগই স্কুলের নারী শিক্ষার্থী।

রোববার (৯ মে) প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্কুলের ছুটির সময় গেটের বাইরে একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় টেলিভিশনের ভিডিওতে স্কুলের বাইরে সড়কে রক্তাক্ত বই ও স্কুলব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

হামলার জন্য নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তালেবানকে দায়ী করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে এখনো পর্যন্ত কোন পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার ২০তম বার্ষিকীর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পরিকল্পনা হাতে নিয়েছেন। আফগান সরকারি কর্মকর্তারা বলছেন, এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে তালেবানদের তাণ্ডব বেড়েছে।

আরও পড়ুন