• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২১, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২১, ০৯:৩৭ পিএম

গঙ্গার তীরে লাশের সারি, বিহারে করোনা আতঙ্ক

গঙ্গার তীরে লাশের সারি, বিহারে করোনা আতঙ্ক

বিহারের বক্সারে গঙ্গা নদীর তীরে ৪০ টির বেশি মরদেহ ভেসে উঠেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ধারণা করা হচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের আত্মীয়রা তাদের শেষকৃত্য আয়োজনের জায়গা না পেয়ে লাশগুলোকে পানিতে ভাসিয়ে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলে ওঠা এবং পচে যাওয়া মরদেহগুলি সোমবার (১০ মে) সকালে নদীর তীরে ভেসে আসে। নদীতে আরও মরদেহ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয় প্রশাসন ধারণা করছে করোনা আক্রান্তদের লাশগুলো উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা লাশ থেকেও করোনা সংক্রমণ হতে পারে এমন ভয়ে আছেন।

ভারতের রেকর্ড করোনা সংক্রমণের কারণে অনেক রাজ্যের শ্মশানেই চিতা জ্বালানোর জন্য স্থান সংকুলান হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের।

আরও পড়ুন