• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৬:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৬:৩২ পিএম

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৮

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৮

রাশিয়া তাতারস্তান প্রদেশের রাজধানী কাজানে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় সাত শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২০ জনেরও বেশি। হতাহতদের বেশিরভাগই স্কুলের শিশু শিক্ষার্থী। 

বিবিসি জানায়, রাজধানী মস্কোর প্রায় ৮২০ কিলোমিটার পূর্বে এই হামলা হয়। রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, স্কুলটিতে দুই ব্যক্তি গুলি চালান। তাদের একজন স্কুল ভবনের ভেতরে অবস্থান করছিলেন। গুলিতে তিনিও নিহত হন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। হামলার জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী সন্দেহভাজন কিশোরকে আটক করা হয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির অস্ত্র আইন সংস্কারের আশ্বাস জানিয়েছেন।

আরও পড়ুন