• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৮:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৮:৫৮ পিএম

৪ ঘণ্টায় ২৬ করোনা রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু

৪ ঘণ্টায় ২৬ করোনা রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু

ভারতের গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৬ জন কোভিড রোগীর রহস্যজনক মৃত্যু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দেশজুড়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রাত ২টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়। তবে রোগীর মৃত্যুর সঠিক কোন কারণ জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত গোয়া হাসপাতাল পরিদর্শন শেষে জানান, “হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থাপনা ও সরবরাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে রাজ্যে অক্সিজেন সরবরাহের কোন ঘাটতি নেই।”

এদিকে মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে হাইকোর্টের তদন্ত দাবি করেছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। তিনি জানান, হাসপাতালে অক্সিজেনের কোন ঘাটতি হলেও তা কিভাবে পূরণ করতে হবে সে সম্পর্কে কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন