• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৯:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৯:১৯ পিএম

জন্মনিয়ন্ত্রণ নিয়ে বিপাকে চীন

জন্মনিয়ন্ত্রণ নিয়ে বিপাকে চীন

গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করেছে চীন। অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতি গ্রহণ করতে গিয়ে জন্মহার বাড়াতে হিমশিম খাচ্ছে সরকার।

বিবিসি জানায়, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০ দশমিক ৫৭ ভাগ। তবে এবছর সবশেষ আদমশুমারিতে সেটি কমে দাঁড়িয়েছে ০ দশমিক ৫৩ ভাগে। 

বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। তবে জন্মনিয়ন্ত্রণে সরকারে এক সন্তান গ্রহণ নীতির কারণে চীনের জনসংখ্যা ভারসাম্য হারাতে থাকে। তরুণ জনগোষ্ঠীর তুলনায় বয়স্ক জনগণ বেড়ে যাওয়ায় বাড়তে থাকে জনসংখ্যা হ্রাসের আশঙ্কা।

২০১৬ সালে কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় চীন বিতর্কিত ‘এক সন্তান’ নীতি বাতিল করে। তবে দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়ার পরেও জনসংখ্যা আশানুরূপভাবে বাড়েনি। তাই নতুন এই পরিসংখ্যান বেইজিংয়ের জনসম্পদের হ্রাস ও দম্পতিদের সন্তান গ্রহণের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

২০২০ সালের শেষদিকে শুরু হওয়া এই আদমশুমারিতে প্রায় ৭০ লাখ চীনা পরিবার অংশ নেয়।

আরও পড়ুন