• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ১২:৩৩ পিএম

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যুতে রেকর্ড

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যুতে রেকর্ড

ভারতে করোনায় মৃত্যুর সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। যা এক দিনে দেশটিতে এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যু। আর সব মিলিয়ে ভারতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ।

বুধবার (১২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। এর আগে ৮ মে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু দেখেছিল ভারত। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, এদিন ভারতে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৯ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৯ লাখ ৮৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। সরকারের তথ্যমতে, এ পর্যন্ত ২৪ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।