• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৪:০৩ পিএম

ইসরায়েলে জরুরি অবস্থা জারি

ইসরায়েলে জরুরি অবস্থা জারি

ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার কারণে কেন্দ্রীয় শহর লডে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে হামাস ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে এক হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে। বিবিসি জানায়, গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে হামাসের সবচেয়ে ভয়াবহ হামলা এটি। হামলার পর তেল আবিব বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়।

মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার জেরে প্রধান শহর তেল আবিবে হামলা চালান ফিলিস্তিনি বিদ্রোহীরা। কেবল তেল আবিব ও বেরশেবাতেই দুই শতাধিক রকেট নিক্ষেপ করা হয়।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

নিজ ভূখণ্ডে অবৈধ ইসরায়েলিদের অপসারণ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কয়েক যুগ ধরেই আন্দোলন করছে ফিলিস্তিনিরা।

রমজানের শুরু থেকেই জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি ও স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বাড়ে। পাল্টাপাল্টি হামলায় গত কয়েক দিনে যা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।

আরও পড়ুন