• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৮:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৮:২১ পিএম

ইসরায়েলের অগ্রাসন ঠেকাতে প্রস্তুত হামাস

ইসরায়েলের অগ্রাসন ঠেকাতে প্রস্তুত হামাস

জেরুজালেম ও আল-আকসায় সহিংসতা ছড়ানোর সব দায় ইসরায়েলকেই বহন করতে হবে বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হামাস।

এক বিবৃতিতে হামাস নেতা ইসমাইল হানিয়া জানান, ইসরায়েলকে অগ্রাসন সব ধরণের ঠেকাতে হামাস প্রস্তুত আছে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েই এই বিবৃতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে হানিয়া বলেন, “ইসরায়েল যদি অগ্রাসন বাড়তে চায় তবে তাদের প্রতিরোধ করতে হামাস প্রস্তুত রয়েছে। আর যদি তারা সহিংসতা বন্ধ করতে চায়, তাতেও আমরা প্রস্তুত। কেবল ইসরায়েল নয়, তাদের সঙ্গে যেসব আন্তর্জাতিক গোষ্ঠী জড়িত আছে, সবার প্রতি আমাদের একই বার্তা থাকবে।”

মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার জবাবে তেল আবিবে রকেট হামলা চালায় হামাস। এছাড়াও জেরুজালেমে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার নিন্দা জানায় দলটির নেতারা। আল-আকসা এলাকা থেকে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সব সদস্যদের প্রত্যাহারেরও দাবি জানায় তারা।

আরও পড়ুন