• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৯:০২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৯:০২ পিএম

ভারতে লাশবাহী ব্যাগে মূল্যছাড়, ফ্রি ডেলিভারি

ভারতে লাশবাহী ব্যাগে মূল্যছাড়, ফ্রি ডেলিভারি

করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মরদেহ বহনকারী ব্যাগের ছবি। অনলাইন মার্কেট অ্যামাজনে কর্পস ব্যাগ বা লাশ বহনের ব্যাগে দেওয়া হয়েছে ৩৭ শতাংশ ডিসকাউন্ট।

সাধারণত বাজারে পণ্যের চাহিদার সঙ্গে বিক্রি বাড়ায় ছাড় দিয়ে থাকে অনলাইন মার্কেটগুলো। তাই অনেকেই ধারণা করছেন ভারতে করোনায় মৃত্যু বাড়ার সঙ্গে মৃতদেহ বহনকারী ব্যাগের চাহিদা বাড়ায়, অ্যামাজন ইন্ডিয়া এই মূল্যছাড় দিয়েছে। যদিও অ্যামাজনের ওয়েবসাইটে এই সম্পর্কিত কোন তথ্য উল্লেখ করা হয়নি।

ভারতে অ্যামাজনের ওয়াটারপ্রুফ ‘ডেড বডি কভার’ ব্যাগের মূল্য ১,২৫০ রুপি হলেও বর্তমানে এটি ৩৭ শতাংশ ছাড়ে ৭৯০ রুপিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের মধ্যে বিনামূল্যে হোম ডেলিভারি দেওয়ারও সুবিধা দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অ্যামাজনের বিজ্ঞাপনের স্ক্রিনশট ও লিঙ্ক শেয়ার করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।

আরও পড়ুন