• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৩, ২০২১, ১২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ১২:২৭ পিএম

‘ইসরায়েলকে শিক্ষা দেওয়া উচিত’

‘ইসরায়েলকে শিক্ষা দেওয়া উচিত’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, “ইসরায়েলকে প্রতিরোধমূলক শিক্ষা দেওয়া উচিত।”

বুধবার (১২ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

এরদোয়ানের যোগাযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।-খবর আল জাজিরা

বিবৃতিতে বলা হয়েছে, রিসেপ তাইয়েপ এরদোয়ান জেরুজালেমের আল আকসায় ও গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে পুতিনকে ফোন করেন। তিনি ইসরায়েলকে শক্তিশালী ও প্রতিরোধমূলক শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস-ইসরায়েল সংঘর্ষ যুদ্ধে রূপ নিয়েছে। ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে হামাসও। হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর একটি ভবন বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। হামাসের রকেট হামলায় শিশুসহ অন্তত ছয়জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।