• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৪:১২ পিএম

দেশে দেশে ঈদ উদযাপন

দেশে দেশে ঈদ উদযাপন

পবিত্র রমজান মাস শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। এশিয়া ছাড়াও ইউরোপ ও আমেরিকার অনেক দেশেই বৃহস্পতিবার ঈদ উদযাপন করছেন মুসল্লিরা।

মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনেক দেশেই ঈদ উদযাপনে ছিল বাড়তি সতর্কতা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষ করে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ হয়। গাজা উপত্যকাসহ বিভিন্ন প্রান্তে ইসরায়েলের হামলার আতঙ্কের মাঝেও ঈদ কাটাচ্ছেন মুসল্লিরা।

তুরস্কের বার্সায় মহামারির কারণে সতর্কতার মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জড়ো হন মুসল্লিরা। আমির সুলতান মসজিদসহ বিভিন্ন ঈদ্গাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

বাহরাইনের রিফায় নামাজে মাস্ক পরা বাধ্যতামূলক করায় করোনা সতর্কতা মেনেই ঈদের নামাজ আদায় করেন সবাই। কুয়েত ও পাকিস্তানে রমজান মাস শেষে বিপুল উৎসাহে ঈদ উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।


মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ও ফিলিপাইনে নানা আনুষ্ঠানিকতায় ঈদ উদযাপন হচ্ছে। এছাড়া চীনের বেইজিংযসহ বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজে আয়োজন করা হয়।


একই সঙ্গে যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কিছু দেশে বৃহস্পতিবার ঈদ উদযাপন হয়।

তথ্য ও ছবি: গালফ নিউজ

আরও পড়ুন