• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৮:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৮:৪৯ পিএম

ফিলিস্তিনে সংঘাত বন্ধের আহ্বান বিশ্বনেতাদের

ফিলিস্তিনে সংঘাত বন্ধের আহ্বান বিশ্বনেতাদের

ফিলিস্তিনে হামলা ও সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সহিংসতা অবসানের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জরুরিভিত্তিতে গাজা উপত্যকায় উত্তেজনা নিরসনের জন্য অনুরোধ জানান তিনি।

এছাড়াও গাজায় সংঘর্ষে বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে প্রতিনিধি পাঠিয়েছে মিশর। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তেল আবিবে আলোচনার অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে গাজা উপত্যকায় স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গেও বৈঠক করে প্রতিনিধি দল। 

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য মার্কিন রাষ্ট্রদূত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

তুরস্ক, নরওয়ে, ফ্রান্স ও আয়ারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।

আরও পড়ুন