• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৯:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০৯:৪৬ পিএম

ফিলিস্তিনে হামলা বন্ধে ওআইসির জরুরি বৈঠক

ফিলিস্তিনে হামলা বন্ধে ওআইসির জরুরি বৈঠক

সৌদি আরবের আহ্বানে পূর্ব জেরুজালেম ও গাজায় সহিংসতা বন্ধে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলোর জোট - ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসি।

রোববার (১৬ মে) ফিলিস্তিন ইস্যুতে ওআইসির এই জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছে আরব নিউজ।

শেখ-জাররাহ এলাকায় সোমবার ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এরপর গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে তেল আবিবে রকেট হামলা চালায় স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস।

হামাসের হামলার জেরে ইসরায়েলের দফায় দফায় হামলায় এ পর্যন্ত অন্তত ৮৪ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

এর আগে সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকলেও কোন সিদ্ধান্ত জানায়নি।

আরও পড়ুন