• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৪:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৪:৪০ পিএম

মাস্কে অনাগ্রহী বিজেপি নেতা সস্ত্রীক করোনায় আক্রান্ত

মাস্কে অনাগ্রহী বিজেপি নেতা সস্ত্রীক করোনায় আক্রান্ত

মাস্ক ব্যবহারে অনাগ্রহী আলোচিত বিজেপি মুকুল রায় এবার সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সর্বভারতীয় সহসভাপতি ও পশ্চিমবঙ্গের বিধায়ক। তিনি কোনো সভা ছাড়া মাস্ক ব্যবহার করতেন না। বাড়িতেও পরতেন না মাস্ক। এমনকি তিনি এখনো টিকা নেননি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, আপাতত কোনো শারীরিক সমস্যা না থাকায় মুকুল রায়কে সল্টলেকের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার স্ত্রীকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল। নির্বাচনে দল হেরে গেলেও ভোটের লড়াইয়ে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেছেন তিনি। কয়েক দিন আগে বিধানসভায় এসে শপথও নেন। এমনকি বিজেপির দলীয় বৈঠকেও তিনি যোগ দিয়েছিলেন।