• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৮:০৭ পিএম

অক্সিজেনের অভাবে ৭৫ রোগীর মৃত্যু 

অক্সিজেনের অভাবে ৭৫ রোগীর মৃত্যু 

অক্সিজেনের সরবরাহের অভাবে ভারতের গোয়া সরকারি হাসপাতালে ৪ দিনে মৃত্যু হয়েছে ৭৫ জন করোনা রোগীর। এদের মধ্যে শুক্রবার (১৪ মে) মৃত্যু হয়েছে ১৩ জনের।

রাজ্যের সবচেয়ে বড় করোনা হাসপাতালে এমন মর্মান্তিক ঘটনায় সমালোচনার মুখে পড়েছে সরাকার। এর আগে বৃহস্পতিবার ১৫, বুধবার ২১ ও মঙ্গলবার ২৬ জনের মৃত্যু হয়।

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সার্দসাই জানান, রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব রোগীর মৃত্যু হয়। এই সময় হাসপাতালে অক্সিজেনের চাহিদা সবচেয়ে বেশি থাকে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে গোয়া ফরোয়ার্ড পার্টি। ফৌজদারি মামলা দায়ের করার ঘোষণা দিয়েছে কংগ্রেস।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, রাজ্যের ক্ষমতাসীন দলের দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এসব মামলা দায়ের করা হচ্ছে।

অক্সিজেনের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও হাসপাতালে না পৌঁছানোর পেছনে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন অনেকেই।