• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৮:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৮:২২ পিএম

ঈদের সময় ফিলিস্তিনে হামলা বন্ধ করুন: জাতিসংঘ

ঈদের সময় ফিলিস্তিনে হামলা বন্ধ করুন: জাতিসংঘ

মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের মধ্যেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের ওপর আক্রমণের প্রতিবাদে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রকেট হামলার জবাবে সোমবার থেকেই দফায় দফায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ পর্যন্ত হামলায় ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে ঈদের চেতনার প্রতি সম্মান রেখে গাজা উপত্যকায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার (১৪ মে) নিজের অফিশিয়াল টুইটার একাউন্টের এক বার্তায় ফিলিস্তিনে অস্থিরতা বন্ধের অনুরোধ করেন তিনি। 

এছাড়াও দুপক্ষের সংঘর্ষ মধ্যপ্রাচে উগ্রবাদকে উস্কে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

টুইট বার্তায় গুতেরেস বলেন, “ঈদ উৎসবের প্রতি সম্মান জানিয়ে গাজা ও ইসরায়েলে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে অনেক নিরীহ নাগরিক মারা গেছেন। এই বিরোধ গোটা অঞ্চলে উগ্রবাদ ছড়িয়ে দিতে পারে।”

আরও পড়ুন