• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৯:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৯:৩৬ পিএম

অফগানিস্তানে ঈদের জামাতে হামলা, নিহত ১২

অফগানিস্তানে ঈদের জামাতে হামলা, নিহত ১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। শুক্রবার (১৪ মে) ঈদের নামাজের সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, রাজধানীর শকর দারা জেলার মসজিদে এই বিস্ফোরণ হয়। এতে মসজিদের ইমামসহ ১২ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

ঈদ উপলক্ষে যুদ্ধবিরতিতে থাকা বিদ্রোহী গোষ্ঠী তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানায় তালেবান।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন এই হামলা ইসলামিক স্টেট, আইএস জঙ্গিদের দ্বারা পরিচালিত হতে পারে। কেননা তালেবান যুদ্ধবিরতি দিলেও দেশটিতে অনান্য জঙ্গি দলগুলো ঈদের সময়েও সক্রিয় আছে।

গত সপ্তাহে কাবুলের কাছে একটি স্কুলে বিস্ফোরণে ৮০ জন নিহত হয়। তাদের বেশিরভাগই ছিল সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের মুসলিম ছাত্রী। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এই দ্বিতিয় হামলারও দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই এ অঞ্চলে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা বাড়ছে।

আরও পড়ুন