• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৫:০৪ পিএম

ট্রাম্পের ‘অ্যামেরিকান হিরোস গার্ডেন’ বাতিল করলেন বাইডেন

ট্রাম্পের ‘অ্যামেরিকান হিরোস গার্ডেন’ বাতিল করলেন বাইডেন

ট্রাম্পের পরিকল্পিত ‘আমেরিকান হিরোস ন্যাশনাল গার্ডেন’ ও সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর সংযোজন নীতির ওপর নির্বাহী আদেশ প্রত্যাহারে শুক্রবার (১৪ মে) স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ড জো বাইডেন। আদেশটি গত বছর প্রস্তাব করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। -খবর আল জাজিরা।

ত্রিশোর্ধ তালিকাটি তৈরি করেছিলেন ট্রাম্প নিজেই। সেখানে ডেভি ক্রকেট, বিলি গ্রাহাম, হুইটনি হিউস্টন, হ্যারিট টুবম্যান এবং অ্যান্টোনিন স্কালিয়া প্রমুখ ছিলেন।

গত বছর মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে জাতিগত দ্বন্দ্ব এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ঐতিহাসিক মূর্তিগুলো অপসারণের নিন্দা জানিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের ওই ন্যাশনাল হিরোস গার্ডেন প্রতিষ্ঠার কার্যনির্বাহী আদেশে বলা হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি, উত্তর আমেরিকার ইউরোপীয় আবিষ্কারক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, এবং দাসপ্রথা অবলম্বন সম্পর্কিত স্মৃতিস্তম্ভগুলোকে প্রাধান্য দেয়া হবে।