• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৫:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৫:১৯ পিএম

পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন

পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন

করোনা সংক্রমণ রোধে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এই সময় জরুরি সেবা ছাড়া রাজ্যের অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ থাকবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।

করোনার প্রকোপ বাড়ার পরই রাজ্যে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছিল। এবার বাস, মেট্রো এবং ফেরি চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি ও অটো চলাচলও বন্ধ থাকবে।

এছাড়াও আগামী ১৫ দিন জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যে দৈনিক ২০ হাজারের উপরে সংক্রমণ হচ্ছে। দৈনিক মৃত্যুও হচ্ছে শতাধিক।

এমন পরিস্থিতে শনিবার লকডাউনের ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বিধিনিষেধ অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন