• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৭:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৭:১৩ পিএম

গঙ্গার তীরে লাশ খাচ্ছে চিল-শকুন

গঙ্গার তীরে লাশ খাচ্ছে চিল-শকুন

করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারতে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।

এদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে গঙ্গা নদীতে গত কয়েকদিন ধরেই ভেসে আসছে মরদেহ। অনেকেই দাবি করছেন করোনা রোগীদের লাশ সৎকারের ব্যবস্থা করতে না পারায় এগুলো নদীতে ফেলে দিচ্ছেন স্বজনরা।

অ্যাম্বুলেন্স থেকেও নদীতে লাশ ফেলার ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। তীরে ভেসে অনেক ওঠা লাশ মাটি চাপাও দিয়েছেন স্থানীয়রা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, উত্তরপ্রদেশের ২৭ জেলায় গঙ্গার তীরে কবর দেওয়া হয়েছে ২ হাজারের বেশি মৃতদেহ। অনেক স্থানেই মাটি খুঁড়ে লাশ খাচ্ছে চিল, শকুনেরা।

ভয়ঙ্কর এসব ছবি উঠে এসেছে স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৃতদেহগুলি মাটি চাপা দেওয়ার পর জোয়ারে মাটি সরে যাচ্ছে। এছাড়াও এখনো অনেক লাশ ভেসে আসছে প্রতিদিন। আর তাই লাশ খেতে ভিড় করছে বিভিন্ন প্রাণী।

সৎকারের যথাযথ ব্যবস্থা না থাকায় গঙ্গার তীরবর্তী এলাকাগুলোতে এসব লাশ থেকে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

আরও পড়ুন