• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৮:৩০ পিএম

চীনে ঘূর্ণিঝড়ে নিহত ১০, আহত তিন শতাধিক

চীনে ঘূর্ণিঝড়ে নিহত ১০, আহত তিন শতাধিক

চীনে পশ্চিম ও পূর্বাঞ্চলে পরপর দুটি ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত তিনশ মানুষ।

চীনের কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। 

খবরে বলা হয়, মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহানে ছয়জন এবং উত্তরাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের শেংঝেতে চারজনের মৃত্যু হয়।

স্থানীয় সময় শুক্রবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে সাংহাইয়ের পাশের এলাকা শেংঝেতে প্রথম ঘূর্ণিঝড়ের আঘাতে একটি কারখানা ভবন ধস এবং বিদ্যুতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। নগর কর্তৃপক্ষ জানায়, এতে চার জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছে।

রাত পৌনে ৯টার দিকে ঘণ্টায় ৮৬ কিলোমিটার গতিবেগে দ্বিতীয় ঘূর্ণিঝড়টি আঘাত হানে উহানে। ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা।