• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৮:৫৮ এএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২১, ০৮:৫৮ এএম

পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু

পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু

করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারতের পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু হয়েছে।

রোববার (১৬মে) সকাল থেকে লকডাউন শুরু হয়। লকডাউনে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও সব ধরনের অনুষ্ঠানও বন্ধ থাকবে। বাস, মেট্রো এবং ফেরিও বন্ধ থাকবে।

মুদি এবং নিত্যপ্রয়োজনীয় দোকান সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। সব ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।  

মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। পেট্রল পাম্প ও এটিএম বুথ খোলা থাকবে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এছাড়াও মৃতদেহ সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। বিয়ের অনুষ্ঠানে অতিথি ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। খাবার ও অন্যান্য পণ্য বাড়ি বাড়ি সরবরাহ করা যাবে। 

৩০ মে পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে চা বাগানগুলো ৫০ শতাংশ জনবল নিয়ে কাজ চালিয়ে যেতে পারবে।   

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব।

এদিকে শনিবার দেশটিতে করোনায় ৪ হাজার ৯০ জন প্রাণ হারিয়েছেন। শনাক্ত হয়েছে প্রায় তিন লাখ ১০ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট প্রাণহানি সংখ্যা দাড়িয়েছে দুই লাখ ৭০ হাজার। মোট শনাক্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় দুই কোটি ৪৬ লাখ ছাড়ালো।