• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৬:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৭:০১ পিএম

ইসরায়েলকে প্রতিরোধের আহ্বান এরদোয়ান-রুহানির

ইসরায়েলকে প্রতিরোধের আহ্বান এরদোয়ান-রুহানির

ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ফোনালাপে ফিলিস্তিনে ইসরাইলের চলমান হামলা বন্ধের ব্যাপারে আলোচনা করেন তারা।

আনুষ্ঠানিক বিবৃতিতে তুরস্ক জানায়, ফিলিস্তিনের ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আঙ্কারা। ইরানসহ বিশ্ব সম্প্রদায়েরও ইসরায়েলকে প্রতিরোধে কঠোর হওয়া উচিৎ বলে মন্তব্য করেছে এরদোয়ান।

এছাড়াও ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিৎ বলেও উল্লেখ করেছেন দুই নেতা।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ফোনালাপে ইরান-তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও আলোচনা হয়।

এদিকে ৮ম দিনের মতো ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার রাতভর হামলায় ১০ শিশুসহ ৪২ জন নিহত হয়েছে।

এ নিয়ে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০-তে। আহত হয়েছে প্রায় ১ হাজার ৩০০ বেসামরিক নাগরিক।

আরও পড়ুন