
ইতালিতে ক্যাবল কার ছিঁড়ে পড়ে নয় জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) উত্তরাঞ্চলের মাগজিওর লেকের কাছে একটি পাহাড়ের উপরে এই দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানায়, পর্যটন শহর স্ট্রেসা থেকে মোটারোন পর্বতে যাত্রী পরিবহণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ক্যাবল কারটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে, একটি বনের পাশে গাড়িটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রায় ১ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় বিকল হয়ে মাটিতে পড়ে বিধ্বস্ত হয় ক্যাবল কারটি।
ক্যাবল কারটিতে ১১ জন যাত্রী ছিল বলে জানান কর্মকর্তারা। আহত দুই শিশুকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারযোগে তুরিনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।