• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৪:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০২১, ০৫:০৪ পিএম

মিয়ানমারে জান্তাবিরোধী হামলায় ২০ পুলিশ নিহত

মিয়ানমারে জান্তাবিরোধী হামলায় ২০ পুলিশ নিহত

মিয়ানমারের সেনাশাসনবিরোধী সশস্ত্র বাহিনীর হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। রোববার, জান্তাবিরোধী দল পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, শান রাজ্যের মোয়েবিল শহরের পুলিশ স্টেশনে হামলা চালিয়ে এটির দখল নেয় জান্তাবিরোধীরা। পরে চার পুলিশ সদস্যকে জিম্মি করে থানাটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে থানার সামনে পুলিশের পোশাক পরিহিতদের লাশ এবং আগুনে পুড়ে যাওয়া পুলিশের একটি গাড়ি দেখা গেছে। এছাড়া মুখোশ পরানো ও হাত বাঁধা অবস্থায় চার পুলিশ সদস্যের ছবি প্রকাশ করেছে পিডিএফ।

রাজধানী নেপিদোর প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই শহরে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সেনাশাসনের বিরুদ্ধে লড়াই করছে। যদিও মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এই সংঘর্ষের বিষয়ে কোনো খবর প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন