• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৬:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২১, ০৬:৫১ পিএম

ভারতে নতুন আতঙ্ক ‘ইয়েলো ফাঙ্গাস’

ভারতে নতুন আতঙ্ক ‘ইয়েলো ফাঙ্গাস’

ব্ল্যাক ফাঙ্গাসের প্রাদুর্ভাবে মহামারি ঘোষণার মাঝেই ভারতে দেখা দিয়েছিল হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। তবে এবার পরিস্থিতি আরও আতঙ্কজনক করে তুলেছে ইয়েলো ফাঙ্গাসের আবির্ভাব।

বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৪৫ বছর বয়সী এক করোনা রোগীর দেহে হলুদ ছত্রাক বা ইয়েলো ফাঙ্গাসের লক্ষণ দেখা গেছে গেছে। প্রতিবেদনে বলা হয়, একই রোগীর ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাসেরও লক্ষণ ছিল।

চিকিৎসকরা জানান, ইয়েলো ফাঙ্গাসের প্রাথমিক লক্ষণগুলি হলো দুর্বলতা, অপুষ্টি, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া। অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ক্ষত ও পুঁজ সৃষ্টি হতে পারে। এছাড়াও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কার্যকারিতা হারানোর পাশাপাশি দৃষ্টিহীনতার আশঙ্কা রয়েছে।

তবে গাজিয়াবাদের প্রধান চিকিৎসক এন কে গুপ্ত এই খবরের সত্যতা নিশ্চিত করেননি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ইয়েলো ফাঙ্গাস সংক্রামক ও প্রাণঘাতী। তাই এটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

যদিও ভারতীয় চিকিৎসকদের সংগঠন এইমসের প্রধান রণদীপ গুকেরিয়া বলছেন, করোনা রোগীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছত্রাকের সংক্রমণের ওপর একই ফাঙ্গাসের বিভিন্ন নামকরণ বিভ্রান্তি সৃষ্টি করছে।

আরও পড়ুন