• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০২১, ০৩:২৩ পিএম

৯০ দিনের মধ্যে করোনার উৎস জানতে চান বাইডেন

৯০ দিনের মধ্যে করোনার উৎস জানতে চান বাইডেন

চীনের পরীক্ষাগার থেকেই সংক্রমণ শুরু কি না, এমন প্রশ্ন যখন নতুন করে জোরালো হচ্ছে, ঠিক তখনই করোনার উৎপত্তিস্থলের সন্ধানে আবারও অভিযানে নামল যুক্তরাষ্ট্র।

করোনার উৎস খুঁজে বের করতে তদন্তের গতি ‘দ্বিগুণ’ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভাইরাসটি দুর্ঘটনাবশত পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়েছে, নাকি কোনো প্রাণীর দেহ থেকে মানুষের দেহে সংক্রামিত হয়েছে, তা নিয়ে মার্কিন গোয়েন্দা বিভাগে মতভেদ রয়েছে বলে মনে করছে হোয়াইট হাউস।

আর তাই ৯০ দিনের মধ্যে করোনার উৎপত্তিস্থল খুঁজে বের করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন।

এদিকে করোনার উৎস নিয়ে রাজনীতি না করতেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীনা দূতাবাস।

চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বাইডেনকে সরাসরি উল্লেখ করলেও ‘দোষারোপ’ আর ‘মানহানি’-র ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি করোনা ‘পরীক্ষাগার থেকে ছড়িয়েছে’ এমন গুজবেও কাউকে কান না দিতে বলা হয়।

২০১৯ সালের ৮ ডিসেম্বর উহানে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ করে চীন। তবে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, সে বছর নভেম্বরেই উহানের সংক্রামক রোগের গবেষণাগারের তিন কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছিলেন।

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনেও সেই পরীক্ষাগার থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন