• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৯:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০২১, ০৯:৩৯ পিএম

টিকা ভিন্ন ডোজ পেল ২০ জন, ‘নিরাপদ’ দাবি ভারতের

টিকা ভিন্ন ডোজ পেল ২০ জন, ‘নিরাপদ’ দাবি ভারতের

বিশেষজ্ঞদের অনুমোদন বা টিকা গ্রহীতার অনুমতি ছাড়াই দুই টিকার দুই ডোজ দিয়ে বিপাকে পড়েছে ভারত। 

সম্প্রতি উত্তরপ্রদেশে সিদ্ধার্থনগর জেলায় অন্তত ২০ জনকে দুই ডোজে দুই রকমের টিকা দেওয়ার অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন জবাব পাননি তারা। ভুক্তভোগীরা জানান, প্রথম বার কোভিশিল্ড টিকা দেওয়া হলেও, দ্বিতীয় বার তাদের কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়েছে। এমনকি টিকার কার্ডেও সেই তথ্য উল্লেখ আছে।

এ নিয়ে দেশে ব্যাপক আলোচনা সমালোচনার পর বৃহস্পতিবার (২৭ মে) দুই টিকা ব্যবহারের পক্ষে ‘ব্যাখ্যা’ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আনন্দবাজার জানায়, বিবৃতিতে দাবি করা হয়েছে দুই টিকা দেওয়া হলেও শরীরে বিরূপ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা নেই। 

উত্তরপ্রদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কমিটির চেয়ারম্যান ভি কে পাল বলেছেন, ‘‘দুই টিকা ব্যবহারের অভিযোগটি খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন। তবে আলাদা টিকা দেওয়া হলেও শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই।’’

উত্তরপ্রদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সন্দীপ চৌধুরীও দাবি করেন, ভুলবশত যাঁদের ২ রকম টিকা দেওয়া হয়েছে তারা সকলেই সুস্থ আছেন। কারও শরীরে কোনও সমস্যা নেই।

আরও পড়ুন