• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৮:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২১, ০৮:৪৪ পিএম

ভারতে হ্যান্ড স্যানিটাইজার কারখানায় আগুন, নিহত ১৭

ভারতে হ্যান্ড স্যানিটাইজার কারখানায় আগুন, নিহত ১৭

ভারতের মহারাষ্ট্রের পুনের একটি হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অগ্নিকান্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছে। 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, নিহতদের মধ্যে ১৫ জনই নারী।

সোমবার বিকেলে পুণের উরাওয়াদে জেলার এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস প্ল্যান্টে আগুণের সূত্রপাত হয়। মূল শহর থেকে এটি প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।

কারখানার কর্মকর্তারা জানান, অগ্নিকান্ডের সময় কারখানার সব কর্মীই ভেতরে আটকা পড়েন। অন্তত ১৭ কর্মী নিখোঁজ রয়েছেন।

ঘটনাস্থলে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে স্থানীয় দমকল বিভাগ।

আরও পড়ুন