• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ৯, ২০২১, ১১:০১ এএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২১, ১১:২১ এএম

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

ভারতের উত্তর প্রদেশে মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার (৮ জুন) রাতে দিল্লি থেকে লখনৌ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতরা শহরের হ্যালেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।