• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০২১, ১১:৩০ এএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২১, ১১:৩০ এএম

ভারতে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

ভারতে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন দুই হাজার ২১৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন।

বুধবার (৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জন এবং মারা গেছেন তিন লাখ ৫৩ হাজার ৫২৮ জন।

সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন মানুষ। যা আগের দিনের চেয়ে ছয় হাজারের বেশি।

একই সময়ে মারা গেছেন দুই হাজার ২১৯ জন। অর্থাৎ মঙ্গলবারের তুলনায় বুধবার মৃতের সংখ্যা বেড়েছে প্রায় একশো।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ৬২ হাজার ৬৬৪ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৭৫ লাখ চার হাজার ১২৬ জন।