• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১০, ২০২১, ১১:২৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ১১:৪৩ এএম

ভারতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ভারতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেশটিতে।

বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ​গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ লাখ ৫১ হাজার ৩৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৪৯৩ জন।

দেশটির প্রায় ২৫ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মে মাসের শুরুতে ভারতে দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, টিকা দেওয়ার আওতা বাড়ানোর ফলে কমছে এ মহামারির প্রকোপ। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়।