• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২১, ১২:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২১, ১২:০৭ পিএম

ভারতে এক দিনে আরও চার হাজারের বেশি মৃত্যু

ভারতে এক দিনে আরও চার হাজারের বেশি মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও চার হাজার দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার (১২ জুন) সকাল পর্যন্ত মোট মৃত্যু ৩ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে তিন দিন ধরে দৈনিক করোনার সংক্রমণ ৯০ হাজারের বেশি। তবে শনিবার সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে ৭ হাজারের বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫।

সারা বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৫ হাজার ৭৯২ জন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।