• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৪, ২০২১, ১০:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২১, ১০:০৬ পিএম

হিব্রু ভাষায় বেনেটকে মোদির অভিনন্দন

হিব্রু ভাষায়  বেনেটকে মোদির অভিনন্দন

নতুন জোট গঠনের মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলের ক্ষমতা গ্রহণ করেছেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। দেশটির ১৩তম প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এই রাজনীতিবীদ। 

২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বেনেট। এরপর ক্ষমতা হস্তান্তর করবেন জোট প্রধান ইয়ার ল্যাপিডের কাছে।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই নাফতালি বেনেটকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। তবে ব্যতিক্রমী বার্তায় সবার নজর কেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হিব্রু ভাষায় এক টুইটে বেনেটকে অভিনন্দন জানান বিজেপি নেতা। ভারত এবং ইসরাইলে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি ২০২২ সালে দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর উদযাপনের আশা জানান মোদি। বেনেটের সঙ্গে সাক্ষাতের আশা জানিয়ে তাকে শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী।

ইসরায়েলের ইহুদী জাতীয়তাবাদী মতাদর্শের সমর্থক ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির অনেক ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ভারতের সঙ্গে সখ্যতা আছে ইসরায়েলের।

নরেন্দ্র মোদি ক্ষমতয়া আসার পরই ২০১৫ সালে প্রথমবারের মতো গাজার সহিংসতা ইস্যুতে ইসরাইলের পক্ষ নিয়ে ভোট দানে বিরত ছিল ভারত। জাতিসংঘে উত্থাপিত কয়েকটি প্রস্তাবের ভোটাভুটিতে ইসরাইলকে সমর্থন দেয় ভারত। গাজায় সহিংসতার ক্ষেত্রেও ভারতীয় মুসলিম বিদ্বেষীদের একটি বড় অংশ ইসরাইলের প্রতি সমর্থন দিয়ে থাকে। 

বিবিসির খবর বলছে, নেতানিয়াহুর বিদায় হলেও কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফটালি বেনেটকে নিয়ে আশাবাদী নন অনেক ফিলিস্তিনি। তবে ভারতের জাতীয়তাবাদী দল বিজেপির অনেকেই বেনেটকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন