• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০২১, ০৩:৫৪ পিএম

জি-৭-এর বিবৃতিতে চীনের নিন্দা

জি-৭-এর বিবৃতিতে চীনের নিন্দা

শিনজিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতি, হংকংয়ের স্বায়ত্তশাসন এবং তাইওয়ান ইস্যু নিয়ে জি-৭-এর নেতাদের দেওয়া বিবৃতির নিন্দা জানিয়েছে চীন। 

গত রোববার যুক্তরাজ্যে তিনদিনের জি-৭ সম্মেলন শেষ হয়। এরপরই যৌথ বিবৃতি দেন নেতারা। এতে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান দেখানোর আহ্বান জানানো হয় চীনকে। খবর বিবিসি।

শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম উইঘুর নির্যাতন এবং হংকংয়ে গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে দমনপীড়নের মতো নানা বিষয় নিয়ে জি-৭ নেতারা বেইজিংয়ের তুমুল সমালোচনাও করেন।

যুক্তরাজ্যে অবস্থিত চীনের দূতাবাস থেকে জি-৭ নেতাদের এই সব অভিযোগই ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে।

বিবিসি জানায়, সোমবার এক মুখপাত্র বলেছেন, “চীনকে অপবাদ দেওয়া বন্ধ করুন। চীনের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন।”

বিশ্বের উন্নত অর্থনীতির শীর্ষ ৭ দেশের জোট জি-৭। এই জোটে আছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। জি-৭ সম্মেলন থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।