• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৮:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০২১, ০৮:০৫ পিএম

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় ১৫ সেনা নিহত

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় ১৫ সেনা নিহত

সোমালিয়ার একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ সেনা নিহত হয়েছে। হতাহতরা সবাই নতুন নিয়োগপ্রাপ্ত ছিলেন।

আল-জাজিরা জানায়, রাজধানী মোগাদিশুতে সেনার ছদ্মবেশে আত্মঘাতী বোমা হামলা চালায় হামলাকারী। প্রশিক্ষণ কেন্দ্রে বাকিদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে ছিল সে। আহতদের স্থানীয় মদিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত, সশস্ত্র বিদ্রোহ, দুর্ভিক্ষ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত ৩০ বছর ধরেই সোমালিয়ায় সহিংসতা বাড়ছে। দেশটিতে প্রায়ই হোটেল এবং নিরাপত্তা চৌকিগুলিতে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী দলগুলো। 

মোগাদিশুতে গত ১৮ মাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। মঙ্গলবারের হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান সেনা কর্মকর্তা মোহাম্মদ আদন। তবে তাৎণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

২০১২ সালের ডিসেম্বরে মোগাদিশুতে শহরের কেন্দ্রস্থলে একটি সেনা চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৮১ জন নিহত হয়। এছাড়াও ২০২০ সালের আগস্টে একটি হোটেলে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন