• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০২১, ১০:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০২১, ১০:৫৯ এএম

যৌন হেনস্তার অভিযোগে পাকিস্তানে মুফতি গ্রেফতার

যৌন  হেনস্তার অভিযোগে পাকিস্তানে মুফতি গ্রেফতার
মুফতি আজিজুর রেহমানকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ● ডন

যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানের মুফতি আজিজুর রেহমানকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। দেশটির মিওয়ানওয়ালি শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের নেতৃত্বদানকারী লাহোর মডেল টাউন সিআইএর উপপুলিশ সুপার (ডিএসপি) হাসনাইন হায়দার সংবাদপত্র ডনকে জানান, আজিজুর রেহমানকে লাহোরে আনা হয়েছে এবং সেখানেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দু তিনদিনের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে।

পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ইনাম গণি এই গ্রেফতারের বিষয়ে বলেছেন, পুলিশ এটাকে পরীক্ষামূলক মামলা হিসেবে দেখছে।

এক টুইট বার্তায় তিনি বলেন,  ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব,  তদন্ত করব, মামলা করব এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করবে। আমরা চাই আমাদের বাচ্চারা এই শিশু শ্লীলতাহানির হাত থেকে সুরক্ষিত থাকুক এবং আমাদের সমাজকে আমাদের ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখুক।’

চলতি সপ্তাহের শুরুতে, রেহমানের বিরুদ্ধে তার এক শিক্ষার্থীর যৌন নির্যাতনের অভিযোগ করা একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরেই পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে।ডন।

জাগরণ/এমএ