• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৮:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০২১, ০৮:১৭ পিএম

চীনের পাতাল রেলে বন্যার পানি, মৃত্যু ১২

চীনের পাতাল রেলে বন্যার পানি, মৃত্যু ১২
এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি খুব কমই দেখেছে চীনাবাসী ●ইন্টারনেট

চীনে ভয়াবহ বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানি ঢুকে পাতাল রেলে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেনান প্রদেশের ঝেংঝউ শহরে এ ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।

নিহতরা সবাই রেলের যাত্রী ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। টানা ভারী বৃষ্টিপাতে শহরের পাতালরেল স্টেশন ডুবে গিয়ে হতাহত হওয়ার ঘটনা ঘটে।

বুধবার (২১ জুলাই) শুরু হওয়া বন্যা কমার সম্ভাবনা নেই বৃহস্পতিবারও।

চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টে শহর কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টিপাতের কারণে শহরে বন্যা দেখা দেয়। বন্যার পানি ঝেংঝউ মেট্রো স্টেশনে গিয়ে জমে। সেখান থেকে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। হেনান প্রদেশে এক কোটির বেশি মানুষ বসবাস করে। উপদ্রুত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

মেট্রো স্টেশনে ট্রেনের ভেতরে পানি ঢুকে পড়ার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যায়, ট্রেনের বগির ভেতরে পানি থেকে বের হতে চেষ্টা করছেন যাত্রীরা। একপর্যায়ে বগির ছাদ কেটে তাদের বের করতে হয় বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।

বন্যার ভয়াবহতার জেরে হেনান প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলায় হেনান শহরে নদীগুলোর তীরে সেনা মোতায়েন করা হয়েছে। শহরে নদীর পানি প্রবেশ ঠেকাতে তীরে বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করছে তারা।

চীনে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি খুব কমই দেখেছে বলে জানিয়েছে দুর্ভোগে পড়া বহু যাত্রী। বিবিসি।

জাগরণ/এসএসকে/এমএ