• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০২১, ১১:১৩ পিএম

হঠাৎ সেতুর ওপর বিমান অবতরণ

হঠাৎ সেতুর ওপর বিমান অবতরণ
হঠাৎ সেতুর ওপর বিমান অবতরণ ● ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হঠাতই সেতুর ওপর নেমে এলো বিমান। যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি।

মার্কিন  অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বলছে, বিমানটির পাইলট মাত্র ১৮ বছর বয়সী লানডন লুকাস। যার বিচক্ষণতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় এটি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে গোলযোগের কথা জানায় পাইলট। সেসময় আটলান্টিক সিটির স্টিল পিয়ারের কাছাকাছি উড়ছিল বিমানটি।কাছাকাছি বিমানবন্দরের দিকে যাওয়ার চেষ্টা করে লুকাস। ঠিক তখনই লুকাস লক্ষ্য করে কাছাকাছি সেতুটিতে কোনও যানবাহন নেই। তাই দ্রুত ও নিরাপদে অবতরণ করে সেখানেই।

পরে অবশ্য বেশ খানিকটা সময় লাগে বিমানটি সরাতে। এতে সেতুর ওপর যান চলাচল বাধাগ্রস্ত হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান কর্তৃপক্ষ।

জাগরণ/এসএসকে