• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ১২:৪১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০২১, ০৬:৪২ এএম

লন্ডনে বন্যার পানি ঢুকেছে হাসপাতালেও

লন্ডনে বন্যার পানি ঢুকেছে হাসপাতালেও
সংগৃহীত ছবি

ভারি বৃষ্টিপাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। অনেক ঘরবাড়ি, রাস্তা, রেলস্টেশন, এমনকি হাসপাতালেও পানি ঢুকেছে।

স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) বিকেলে লন্ডনের রাস্তায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। 

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, হঠাৎ বন্যার কারণে সেন্ট্রাল লন্ডনকে ঘিরে থাকা প্রধান সড়কগুলোর অন্যতম নর্থ সার্কুলার রোডে যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়।

লন্ডনের বেশ কয়েকটি ভূগর্ভস্থ রেলস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে লন্ডনের বাসিন্দাদের বাইরে বের না হতে সতর্ক করেন নগরীর কর্মকর্তারা।

লন্ডনের নিউহ্যাম বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও হুয়িপস ক্রস বিশ্ববিদ্যালয় হাসপাতালে বন্যার পানি ঢুকে চিকিৎসা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে। হাসপাতাল দুটির জরুরি বিভাগ পানিতে তলিয়ে যাওয়ায় রোগীদের অন্য হাসপাতালে যাওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

ওয়েস্টার পার্ক এলাকায় পানির মধ্যে আটকে পড়া গাড়ি দেখা গেছে। উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে সেখান থেকে লোকজনকে উদ্ধার করে।

রাস্তা ও বাড়ি ডুবে যাওয়া, ছাদ ভেঙে পড়া ও পানিতে গাড়ি আটকে থাকার মতো জরুরি পরিস্থিতিতে সাহায্য চেয়ে লন্ডনের অনেক বাসিন্দা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। বিবিসি।

জাগরণ/এসএসকে/এমএ