• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১০:৪৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২১, ০৪:৪৫ পিএম

ফাইজারের ৩টি ডোজ ৯৭ শতাংশ কার্যকর

ফাইজারের ৩টি ডোজ ৯৭ শতাংশ কার্যকর

ফাইজারের ৩টি ডোজ দিলে করোনার সবগুলো ধরনের মোকাবেলায় আরও বেশি কার্যকর হয়ে ওঠে এই টিকা।

প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি বলছে, তৃতীয় ডোজ নিলে ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের শরীরে ৫ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হবে। ৬৫ থেকে ৮৫ বছর বয়সীদের মধ্যে তৈরি হবে, প্রায় ১১ গুণ বেশি অ্যান্টিবডি।

২৩ জনের শরীরে পরীক্ষা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির দাবি, সাধারণত টিকার দুই ডোজের কার্যকারিতা ৯১ শতাংশ, তবে তৃতীয় ডোজ নেয়ার পর এটি ৯৭ শতাংশ কার্যকর হয়ে ওঠে। আগষ্টেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএর কাছে তৃতীয় ডোজের জরুরি ব্যবহারের অনুমতি চাইবে ফাইজার।

ল্যানসেটের এক গবেষণায় জানা যায়, ফাইজার ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার ৩ মাস পর এর কার্যক্ষমতা প্রায় ৫০ শতাংশ কমে আসতে পারে।  

জাগরণ/এমএ