• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১১:০৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০২১, ১১:০৮ এএম

জলবসন্তের মতো দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

জলবসন্তের মতো দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট
প্রতীকী ছবি

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে এবং আরও তীব্র অসুস্থতা তৈরি করছে। এটি এখন জলবসন্তের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)—এর অপ্রকাশিত এক তথ্য এই কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতারাও ভ্যাকসিন না নেয়াদের মতো করেই ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটাতে পারেন।

একজন ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ৩০ জুলাই (শুক্রবার) প্রকাশিত হতে পারে ওই তথ্য। সেখানে সিডিসির নতুন মাস্ক নিয়মাবলির একটি বড় ভূমিকার কথা বলা হয়েছে। সেখানে পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতাদের ‘যথেষ্ট পরিমাণে’ ও ‘উচ্চ’ পরিমাণে’ সংক্রমণের ঝুঁকি থাকলে ঘরের ভেতরেও মাস্ক পরার কথা বলা হচ্ছে।

ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যদিও এটি বিরল, আমরা বিশ্বাস করি, স্বতন্ত্রভাবে ভ্যাকসিনযুক্তরা ভাইরাস ছড়াতে পারে, এজন্য আমরা আমাদের সুপারিশগুলো আপডেট করেছি।

সিডিসি ডিরেক্টর ড. রচেল ওয়ালেন্সকি বলেন, আগের ভ্যারিয়েন্টগুলোতে ভ্যাকসিন গ্রহীতারা আক্রান্ত হলেও অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারতো না। কিন্তু সম্প্রতি যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তারা অন্যদের শরীরেও তা প্রবাহিত করতে পারছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের আরও বেশি বেশি ভ্যাকসিন দেয়ার জন্য নতুন ‍নতুন পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

জাগরণ/এসএসকে