• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১১:১৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২১, ১১:১৭ এএম

তুরস্কে দাবানলে প্রাণ গেল ৪ জনের

তুরস্কে দাবানলে প্রাণ গেল ৪ জনের
প্রতীকী ছবি

তিনদিন ধরে তুরস্কের বিভিন্ন এলাকা দাবানলের আগুন জ্বলছে। দাবানলে সে দেশে এখন পর্যন্ত অন্তত চার জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর বিপুল সংখ্যক কর্মী। 

এরই মধ্যে ১২টির বেশি গ্রাম এবং বেশ কিছু হোটেল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের আজিয়ান এবং ভূমধ্যসাগরীয় ১৭টি প্রদেশের প্রায় ৭০ জায়গায়। দাবানলের প্রভাবে তাপামাত্রা বেড়ে গেছে  বিভিন্ন এলাকার।

তুরস্কের বনমন্ত্রী বেকির পাকডেমিরলি বলেন, ওসমানিয়া, কায়সেরি, কোকাইলি, আদানা, মেরসিন এবং কুতাহইয়া এলাকায় এখনো দাবানলের আগুন জ্বলছে। আল-জাজিরা।

জাগরণ/এসএসকে