• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১২:৪৭ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২১, ১২:৪৭ এএম

চীন গুণ্ডামি করছে

চীন গুণ্ডামি করছে
দালাই লামা ● ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস ‘নোবেল পুরস্কার সম্মেলন’ থেকে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামা এবং তাইওয়ানের বিজ্ঞানী লি ইউয়ান-সেহ’কে নিষিদ্ধ করতে বলেছে।

নোবেল পুরস্কার জয়ী শতাধিক বিশিষ্টজন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের বাইরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানকে সেন্সর করার ব্যাপারে বেইজিংয়ের প্রচেষ্টায় তারা ‘ক্ষুব্ধ’।

শতাধিক নোবেল জয়ীর অভিযোগ, চলতি বছরের শুরুতে নোবেল পুরস্কার সম্মেলনে দালাই লামা ও  লি ইউয়ান সেহ যেন কথা বলতে না পারেন, সেজন্য বিজ্ঞানি সম্প্রদায়কে শাসিয়েছে চীন।  

গত বুধবার প্রকাশিত বিবৃতিতে নোবেল জয়ীরা বলেছেন, নোবেল পুরস্কার সম্মেলনের আগে এবং ওই সময়ে ঘটে যাওয়া একটি ধারাবাহিক ঘটনা নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন আমরা নোবেল বিজয়ীরা।

জানা গেছে, ওই বিবৃতিতে স্বাক্ষর করা নোবেল জয়ীদের মধ্যে এক ডজনের বেশি বিজ্ঞানি এবং বিভিন্ন শ্রেণির নোবেলজয়ী আছেন। অনেক তারকা নোবেলজয়ীও আছেন সেই তালিকায়।

বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস বারবার অনুরোধ করেছে- যেন সম্মেলনে বক্তার তালিকা থেকে ওই দুই জনের নাম বাদ দেয়া হয়। চীনের এই ধরনের আচরণকে গুণ্ডামি বলে মনে করেন নোবেলজয়ীরা। সাউথ চায়না মর্নিং পোস্ট।

জাগরণ/এসএসকে/এমএ