• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১০:১৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২১, ১০:১৬ এএম

লকডাউনের কঠোর বিধি-নিষেধের প্রতিবাদে ইউরোপে ক্ষোভ

লকডাউনের কঠোর বিধি-নিষেধের প্রতিবাদে ইউরোপে ক্ষোভ
সংগৃহীত ছবি

করোনার কঠোর বিধি-নিষেধের প্রতিবাদে ক্ষোভ ছড়িয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশে।

টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হচ্ছে ফ্রান্সে।

দুই ডোজ ভ্যাকসিন দেয়া না থাকলে কিংবা করোনার পাস দেখাতে না পারলে রেস্টুরেন্ট ও অন্যান্য পাবলিক স্থানে প্রবেশ করতে পারবে না কেউ। এমন আইনের প্রতিবাদে প্যারিসে দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভ হয়েছে, নাগরিকদের। 

সমীক্ষা বলছে, ফ্রান্সের বেশিরভাগ নাগরিক এ আইনকে সমর্থন করছে। 

ইউরোপের অন্যান্য দেশের মতো ইসরায়েলেও করোনার টিকা দেয়ার প্রমানপত্র না দেখাতে পারলে কেউ পাবলিক প্লেসে যেতে পারবে না। এর প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী করেছে সেখানকার নাগরিকরা।  

হাঙ্গেরীতে করোনার সময় বিশেষ দায়িত্ব পালনের পর, বাড়তি বেতন না পাওয়ায় বিক্ষোভ করছেন স্বাস্থ্যকর্মীরা। 

জাগরণ/এসএসকে