• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১০:৩৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২১, ১০:৩৬ এএম

আফগানের তিন শহর তালেবানের দখলে

আফগানের তিন শহর তালেবানের দখলে
সংগৃহীত ছবি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিতে তীব্র লড়াই চালাচ্ছে তালেবান। দেশটির পশ্চিমের হেরাত শহরে বিদ্রোহীরা তাদের আক্রমণ জোরদার করেছে এবং তালেবান যোদ্ধারা শহরের ভেতর ঢুকে পড়েছে।

লড়াই চলছে লস্কর গাহ ও কান্দাহারেও।

তালেবান যোদ্ধারা হেরাত শহরের দক্ষিণে রণাঙ্গন এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে বলেও জানা গেছে। 

শুক্রবার (৩০ জুলাই) আফগান কর্মকর্তারা বলেছিলেন, আমেরিকান বিমান হামলার সহায়তায় তারা তালেবান বিদ্রোহীদের পিছু হঠতে বাধ্য করেছেন।

শনিবার (৩১ জুলাই) হেরাতে আবার তুমুল লড়াই শুরু হয়েছে।

স্থানীয় আফগান নেতা ইসমাইল খান বলেছেন, হেরাত রক্ষা করতে তিনি মিলিশিয়াদের সাহায্য নিচ্ছেন। দক্ষিণেও তালেবান তাদের আক্রমণ তীব্র করেছে।

কাবুলের হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরের ওপর বিমান হামলায় একটি হাসপাতালের ক্ষতি হয়েছে এবং একজন মারা গেছেন। বিবিসি।

জাগরণ/এসএসকে