• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ১০:৫২ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২১, ১০:৫২ এএম

তুরস্কে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮

তুরস্কে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮
দাবানল তুরস্কের একটি স্বাভাবিক ঘটনা ● ইন্টারনেট

তুরস্কের দক্ষিণাঞ্চলে টানা ৫ দিনের দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও ১০ জন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ টি প্লেন, ৪৫টি হেলিকপ্টার ও ফায়ার ফাইটারদের প্রায় ৮২৮টি যান। এরই মধ্যে ‌এক হাজারের বেশি মানুষকে ওই এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

পুড়ে গেছে ৭৭টি ঘর, দুই হাজারের বেশি পশু পুড়ে মারা গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করছে দেশটির সরকার। এই দাবানলের প্রভাবে পাশের দেশ গ্রিসেও পুড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন।

দাবানল তুরস্কের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মকালে একটি স্বাভাবিক ঘটনা। কর্তৃপক্ষ বলছে, এবার বহু এলাকা পর্যন্ত ছড়িয়েছে দাবানলের আগুন। তুরস্কের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহেও আনতালিয়ায় তাপমাত্রা থাকবে ৪৩ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

জাগরণ/এমএ